ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বঙ্গবন্ধুর খুনিদের দেশে ফিরিয়ে ফাঁসি কার্যকরের দাবি

ঢাকা: বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দ্রুত দেশে ফিরিয়ে এনে ফাঁসি কার্যকরের দাবি জানিয়েছে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।

শুক্রবার (৯ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যের কুশীলবদের বিচারের আওতায় এনে দ্রুত বিচার করার দাবিতে সমাবেশ ও মানববন্ধন’ কর্মসূচিতে জোটটি এ দাবি জানায়।

কর্মসূচিতে বক্তারা বলেন, যে মহান মানুষ একটি স্বাধীন দেশ উপহার দিয়েছেন সেই ব্যক্তির হত্যাকারীরা বিভিন্ন দেশে থাকবে, ঘুরে বেড়াবে, তাদের বিচার হবে না, এটা লজ্জার।

এই খুনিদের বিচার না হলে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে না।

স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের কণ্ঠশিল্পী রফিকুল আলম বলেন, হাতেগোনা গুটিকয়েক বিপথগামী সেনাসদস্য জাতির পিতাকে হত্যা করেনি, এর পেছনে কারা আছে অনুসন্ধান করা দরকার, তাদের বিচার হওয়া উচিত। এসব ঘৃণিত খুনিদের বিচারের আওতায় এনে উপযুক্ত শাস্তি দিলে মুক্তিযোদ্ধাদের আত্মা শান্তি পাবে।

আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বলেন, আওয়ামী লীগ আজ দীর্ঘদিন ধরে ক্ষমতায় থাকলেও বঙ্গবন্ধুর হত্যার নেপথ্যে কারা এ নিয়ে কোনো গবেষণা হলো না। এ নিয়ে গবেষণা করা হোক এবং এদের বিচারের দাবি করছি। বঙ্গবন্ধুকে হত্যার পরেই খুনি রশিদ, হুদাদের বিভিন্ন দূতাবাসে চাকরির ব্যবস্থা করেছিলেন জিয়া। এখনো যারা জীবিত অবস্থায় বিভিন্ন দেশে অবস্থান করছে, তাদের দ্রুত দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি জানাই।

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি অভিনেত্রী রোকেয়া প্রাচীর সভাপতিত্বে কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক অরুণ সরকার  রানা, চিত্রনায়িকা শাহনুর, কেন্দ্রীয় নেতা লোপা, উদয় সরকার পাশা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
ইএআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।