শুক্রবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় গ্রেফতারের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ। এর আগে ভোরে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ওসি গোলাম দস্তগীর জানান, মতি কসাই আন্তঃজেলা ডাকাতদলের সর্দার। তার বিরুদ্ধে ডাকাতি এবং চুরির একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।
সম্প্রতি মায়ানমারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধবপুরস্থ বাসাসহ চুনারুঘাটে চা বাগান বাংলাতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এছাড়াও জেলায় চুরি-ডাকাতি আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেলে জনমনে অস্বস্তি দেখা দেয়। গত ৫ আগস্ট চুনারুঘাটে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয় মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ডাকাত সোলায়মান মিয়া। এছাড়াও গত কয়েকদিনে প্রায় এক ডজন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসএইচ