মানিকগঞ্জ: মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ঈদে ঘরমুখো যাত্রী ও যানবাহনের বাড়তি চাপ পড়েছে। ফেরি পারাপারের অপেক্ষায় কয়েক শতাধিক যাত্রীবাহী পরিবহন, ছোট গাড়ি (প্রাইভেটকার), পশুবাহী ট্রাক।
শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে পাটুরিয়া ঘাটে গিয়ে দেখা যায়, পারের অপেক্ষায় রয়েছে প্রায় শতাধিক যাত্রীবাহী পরিবহন, পাঁচ শতধিক ছোট গাড়ি (প্রাইভেটকার) এবং তিন শতাধিক ফেরত পশুবাহী ট্রাক।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার এজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, ঈদের বাকি আর মাত্র দুই দিন।
দুপুরের পর থেকে যাত্রীবাহী পরিবহন শতাধিক, ছোট গাড়ি (প্রাইভেটকার) পাঁচ শতাধিক ও তিন শতাধিক ফেরত পশুবাহী ট্রাক ফেরি পারের জন্য অপেক্ষয় রয়েছে। বর্তমানে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি ফেরি দিয়ে যানবাহন পারের কাজে নিয়োজিত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এনটি
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।