ঢাকা, শনিবার, ১২ শ্রাবণ ১৪৩১, ২৭ জুলাই ২০২৪, ২০ মহররম ১৪৪৬

জাতীয়

‘সুন্দরবন এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
‘সুন্দরবন এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত

টাঙ্গাইল: টাঙ্গালের বঙ্গবন্ধু সেতুর পূর্ব পাড়ে ‘সুন্দরবন এক্সপ্রেস’র ট্রেনের একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণ বঙ্গের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। 

শুক্রবার (০৯ আগস্ট) দুপুর ২টার দিকে ঢাকা-রাজশাহী রেলসড়কের টাঙ্গাইল জেলার ভুয়াপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

তবে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ কিংবা উদ্ধার কাজে কতো সময় লাগবে তা এখনো জানাতে পারেনি রেলওয়ে কর্তৃপক্ষ।

 

সিরাজগঞ্জ রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন মজুমদার বাংলানিউজকে জানান, সেতুর পূর্বপাড়ে সুন্দরবন এক্সপ্রেসের শেষের ‘ছ’ বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। এতে করে বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে সিল্কসিটি ট্রেনসহ আরও বেশ কয়েকটি ট্রেন আটকে পড়েছে।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।