ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ক্রেতা কম, এরপরও লাভের আশা ব্যাপারীদের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ক্রেতা কম, এরপরও লাভের আশা ব্যাপারীদের গাবতলী হাটে সারি করে বেঁধে রাখা হয়েছে গরু। ছবি: জিএম মুজিবুর

গাবতলী থেকে: ঈদুল আজহার বাকি আর দুই দিন। কিন্তু এখনও পুরোদমে বেচাকেনা শুরু হয়নি গাবতলী পশুর হাটে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে কোরবানির পশু আনা হয়েছে এখানে। সংশ্লিষ্টরা বলছেন, দুপুরের পরে হাটে বেচা-কেনা শুরু হবে। হাটে ক্রেতা কম হলেও লাভের আশা করছেন গরুর ব্যাপারীরা।

শুক্রবার (৯ আগস্ট) সকাল ৯টা থেকে আড়াইটা পর্যন্ত গাবতলী পশুর হাট ঘুরে দেখা যায়, হাট প্রায় ক্রেতা শূন্য। সারি সারি গরুর বাধা আছে।

ঐতিহ্যবাহী এ হাটে অন্য দিনের তুলনায় গরু এসেছে কম।

গাবতলী হাটের যশোর থেকে আসা শাহজাহান এগ্রো ফার্মের মালিক মফিজুর রহমান টিটু বাংলানিউজকে বলেন, আমি এবার ১৭টি গরু নিয়ে এসেছি। আশা করি এবার লাভ করতে পারবো। সব আল্লাহ ভরসা। গতবার এনেছিলাম ২৩টি গরু। গতবার গরু ফিরিয়ে নিয়ে যেত হয়েছিল বলেই এবার কম গরু এনেছি।

মুন্সীগঞ্জের আল বাকারা ডেইরি ফার্মের মালিক মো. নুরুল বাংলানিউজকে বলেন, গতকাল (বৃহস্পতিবার) ক্রেতা ছিল না হাটে। আজ এখন পর্যন্ত কোনো ক্রেতা আসে নাই। আশা করছি দুপুরের পর থেকে ক্রেতা আসা শুরু হবে। বেচা-কেনা চলবে মধ্যরাত পর্যন্ত।

গাবতলী হাটের গরু ব্যাপারী মো. আমিরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত বেচা-কেনা শুরু হয়নি। আশা করছি বিকেল থেকে বিক্রি শুরু হবে। আমি এবার গরু আনছি দশটা। দুটো ছোট গরু। আর বাকি ৮টা  বড় গরু। বড় গরুগুলোর পেছনে খরচ গেছে প্রায় ৪ লাখ টাকা করে। এখন খাবারের দাম তো অনেক বেশি তাই খরচ বেড়ে গেছে। আমার গরুকে প্রায়ই ফল খাওয়াতাম।

গাবতলী হাটে গরু কিনতে আসা ব্যাংক কর্মকর্তা অলিউল ইসলাম মিলন বাংলানিউজকে বলেন, আমি আর আমার ভাই মিলে গরু কিনতে এসেছি। ২০-৩০টি গরু দেখেছি। বেশি দাম চাওয়া হচ্ছে। তারা (ব্যাপারীরা) কেনার মতো দাম বলছে না‌। মনে হচ্ছে আজকে গরু বিক্রি করবে না।

হাটের ইজারাদার মোহাম্মদ ওসমান বাংলানিউজকে বলেন, এবার হাটে তুলনামূলক অনেক কম গরু এসেছে। চার ভাগের এক ভাগ এসেছে। ক্রেতারা কেনা শুরু করলে একদিনে সব গরু বিক্রি হয়ে যাবে।

হাসিল ঘরের (৪নং গেটের) ক্যাশিয়ার মোস্তফা কামাল শাহিন বাংলানিউজকে বলেন, এখন পর্যন্ত ক্রেতাদের সমাগম একটু কম। দুপুরের পর থেকে ক্রেতারা আসতে শুরু করলে আশা করছি ক্রেতা বাড়বে।  ঈদের এখনো দুই দিন বাকি। এর মধ্যে আরও গরু আসবে। অনেক গরুর ব্যাপারীরা বাকি দিন টার্গেট করেই হাটে আসবেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।