ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন, ফাইল ফটো
ফেনী: ঈদুল আজহায় কোরবানির পশুর যাবতীয় বর্জ্য ছয় ঘণ্টার মধ্যে অপসারণ করা হবে বলে জানিয়েছেন ফেনী পৌরসভার মেয়র আলাউদ্দিন। তিনি বলেছেন, গত ঈদুল আজহায়ও অল্প সময়ের মধ্যে পশুর বর্জ্য অপসারণে ফেনী পৌরসভা দৃষ্টান্ত স্থাপন করেছিল।
শুক্রবার (০৯ আগস্ট) বাংলানিউজকে তিনি এ কথা বলেন।
আলাউদ্দিন বলেন, এবার ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের কোরবানির পশু জবাই ও বর্জ্য ফেলার জন্য ৮১টি স্থান নির্ধারণ করে দেওয়া হয়েছে।
এসব স্থানের বাইরে যেনো কেউ কোরবানির পশু জবাই ও বর্জ্য না ফেলে, সে জন্য লিফলেট বিতরণ, মাইকিংসহ জনপ্রতিনিধি ও পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে সভায় প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এসব নির্দেশনা বাস্তবায়নের জন্য একটি টিম গঠন করা হয়েছে।
মেয়র বলেন, কোরবানির পশুর বর্জ্য অপসারণের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে দুইজন সুপারভাইজার, চারজন পরিচ্ছন্নতাকর্মী ও একজন চালক রয়েছেন। সুষ্ঠুভাবে কাজ সম্পন্ন করতে প্রতি টিমকে ১০ কেজি ব্লিচিং পাউডারসহ প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়া হয়েছে। এমনকি টিমের সদস্যদের পৌরসভা নির্ধারিত ড্রেস দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসএইচডি/টিএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।