শুক্রবার (০৯ আগস্ট) সকালে এ মহাসড়কে উত্তরবঙ্গমুখী লেনে তীব্র যানজট থাকলেও দুপুরের দিকে তা কমতে থাকে।
এদিকে, দুর্ভোগ কিছুটা কম হলেও স্বস্তি নেই ঈদে ঘরে ফেরা মানুষগুলোর।
>>আরও পড়ুন...বঙ্গবন্ধু সেতুর টোল আদায় আবার বন্ধ, যানজট ৪০ কিমি.
সরেজমিনে মহাসড়কের নলকা মোড় এলাকায় কথা হয় হানিফ পরিবহনের সুপার ভাইজার আব্দুল খালেক, ট্রাকচালক সবুজ লাব্বাইক পরিবহনের চালক সাইফুলসহ বেশ কয়েক পরিবহন শ্রমিকের সঙ্গে। তারা বাংলানিউজকে বলেন, বৃহস্পতিবার (০৮ আগস্ট) রাত ১২টা থেকে ১টার মধ্যে ঢাকা থেকে গাড়ি ছেড়েছি। বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় পুরো যানজটের মধ্য দিয়ে আসলেও সেতু পার হওয়ার পর যানজট কিছুটা কম। তবে একেবারেই ধীর গতিতে চলছে গাড়ি।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ শহীদ আলম ও হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বাংলানিউজকে বলেন, সকাল থেকেই এ মহাসড়কে যানবাহনের প্রচুর চাপ রয়েছে। এ কারণে থেমে থেমে যানজট দেখা দিলেও পুলিশি প্রচেষ্টায় সেটা দ্রুত নিরসন করা হচ্ছে। তবে যান চলাচলে কিছুটা ধীরগতি রয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এনটি