সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার (এসপি) হারুন অর রশিদ বলেছেন, ঈদের আর মাত্র দুদিন বাকি। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ঈদের দিন পর্যন্ত রাস্তায় থাকবে পুলিশ। ঈদযাত্রা স্বস্তির, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যের করতে জেলা পুলিশ কাজ করছে।
শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জের ফতুল্লায় আলীগঞ্জ হাট পরিদর্শনের সময় এ কথা বলেন তিনি।
এসপি হারুন বলেন, জেলাব্যাপী ঈদ জামাতকে কেন্দ্র করে আগের মত কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
কোনো পশুর হাটে কোনোভাবেই অরাজকতা করতে দেওয়া হবে না। ঈদের পর কোরবানির পশুর চামড়া নিয়ে কোনো ধরনের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, কেউ এ ধরনের চিন্তা ভাবনা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।
এসময় তার সঙ্গে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।