শুক্রবার (৯ আগস্ট) সকালে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মেহেদী যশোরের শার্শা উপজেলার আমলাই গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
আহতরা হলেন- নিহত মেহেদীর অন্তঃসত্ত্বা স্ত্রী রোকসানা বেগম (২২) ও নাটোরের নলডাঙ্গা এলাকার বাসিন্দা বাবু হোসেন (৩০) নামে অপর মোটরসাইকেল আরোহী।
বনপাড়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজুর রহমান বাংলানিউজকে জানান, সকালে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থল টাঙ্গাইল থেকে ঈদের ছুটিতে বাড়ি যাচ্ছিলেন মেহেদী। পথে গোদরা এলাকায় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মেহেদীর মৃত্যু হয় এবং আহত হন তার স্ত্রী রোকসানা। এসময় অপর মোটরসাইকেলটির আরোহী বাবুও গুরুতর আহত হন।
খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়না-তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত রোকসানাকে স্থানীয় হাসপাতালে এবং বাবুকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বাবু মেহেরপুর জেলায় একটি ঠিকাদারি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। ঈদের ছুটিতে তিনিও বাড়িতে ফিরছিলেন বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসআরএস