শুক্রবার (০৯ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা থেকে রিলিফ ট্রেন এসে সুন্দরবন এক্সপ্রেসের লাইনচ্যুত হওয়া বগিটি অপসারণ করলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
এরআগে, দুপুর দেড়টার দিকে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর পূর্বপ্রাপ্তে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের একটির বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়।
>>আরও পড়ুন...‘সুন্দরবন এক্সপ্রেস’র বগি লাইনচ্যুত
এ দুর্ঘটনার কারণে রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেস বঙ্গবন্ধু সেতু পূর্ব স্টেশনে, দিনাজপুরগামী একতা এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেসসহ উত্তর ও দক্ষিণবঙ্গগামী সব ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। এতে চরম দুর্ভোগে পড়ে ঈদে ঘরমুখো মানুষ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন মাস্টার মাসুম আলী খান বাংলানিউজকে জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুর কাছে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটির একটি বগির দুইটি চাকা লাইনচ্যুত হয়। রেলওয়ের প্রকৌশলীরা লাইনচ্যুত বগিটি অপসারণ করলে বিকেলে সাড়ে ৪টায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এনটি