ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১১ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
ফরিদপুরে ডেঙ্গুতে আরো একজনের মৃত্যু

ফরিদপুর: ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে লিপি আক্তার (২৫) নামে আরো একজনের মৃত্যু হয়েছে। 

শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত ৭ আগস্ট তিনি ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন।

লিপি আক্তার গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ডোমরাকন্দি গ্রামের মাহাবুব হোসেনের স্ত্রী।

মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. কামদা প্রসাদ সাহা জানান, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি মোট ৫১৫ জনের মধ্যে বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৩৪১ জন।

ফরিদপুরের সিভিল সার্জন এনামুল হক জানান, এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ৩৪ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থনান্তর করা হয়েছে।

এর আগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।