শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসা হয়।
নিহত তসলিম হোসেন নোয়াখালীর চাটখিল উপজেলার আব্দুর রবের ছেলে। তিনি রাজধানীর কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় থাকতেন। পেশায় তিনি ব্যাংক কর্মকর্তা ছিলেন।
নিহত তাসলিমের বোন পারভীন আক্তার বাংলানিউজকে জানান, দুপুরে বাসা থেকে মোটরসাইকেল নিয়ে চিটাগং রোড যাচ্ছিলেন ডাচ বাংলা ব্যাংকে টাকা জমা দিতে। পরে শুনতে পারি সে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। পরে ঢামেক হাসপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য তসলিমের মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এজেডএস/এসএ/