শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে প্রায় ২১ কিলোমিটার যানজট সৃষ্টি হলেও বিকেল ৪টার দিকে সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বর্তমানে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের কোথাও কোনো যানজট চোখে পরেনি।
এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে পরিবহনের বাড়তি চাপ থাকলেও এখন সব কয়টি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা যানজটের ব্যাপারে বাড়তি ব্যবস্থা নিয়েছি। আশাকরি এবার মানুষ নির্ধারিত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।
বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরএ