ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, পরিবহন সংকট

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
সাভারে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক, পরিবহন সংকট যানজটমুক্ত মহাসড়ক। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): ঈদ যাত্রার দ্বিতীয় দিনে সাভারের তিন মহাসড়কে দীর্ঘ চার ঘণ্টা তীব্র যানজট থাকার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। স্বস্তি মিলেছে ঈদে ঘরমুখো মানুষের মধ্যে।তবে যানবাহনের সংকট লক্ষ্য করা গেছে।

শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে ঢাকা-আরিচা, নবীনগর-চন্দ্রা ও টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়কে প্রায় ২১ কিলোমিটার যানজট সৃষ্টি হলেও বিকেল ৪টার দিকে সব সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।  

বর্তমানে সাভারে ঢাকা-আরিচা মহাসড়ক, টঙ্গী-আশুলিয়া-ইপিজেড মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের কোথাও কোনো যানজট চোখে পরেনি।

তবে সড়কের বিভিন্ন বাসস্ট্যান্ডে যাত্রীদের পরিবহনের অপেক্ষা দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) সাইদুর রহমান বাংলানিউজকে বলেন, সকালে পরিবহনের বাড়তি চাপ থাকলেও এখন সব কয়টি মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। আমরা যানজটের ব্যাপারে বাড়তি ব্যবস্থা নিয়েছি। আশাকরি এবার মানুষ নির্ধারিত সময়ের মধ্যে তাদের গন্তব্যে পৌঁছাতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।