শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। ইমরান (২৭) পাংশা গ্রামের বাসিন্দা ও পেশায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক।
বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এর কারণ জানা যায়নি।
বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএস/এইচএডি