ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালের বাবুগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বরিশালের বাবুগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার প্রতীকী ছবি

ব‌রিশাল: বরিশালের বাবুগঞ্জে গলায় ফাঁস লাগানো অবস্থায় ইমরান (২৭) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নের পাংশা গ্রামের নিজ ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।  ইমরান (২৭) পাংশা গ্রামের বাসিন্দা ও পেশায় মাহিন্দ্রা (থ্রি হুইলার) চালক।

বরিশাল মেট্রোপলিটনের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাহবুব উল আলম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে এর কারণ জানা যায়নি।

বাংলাদেশ সময়: ১৮৩২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।