ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ি বাড়ি অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
এডিস মশার বংশ বিস্তার রোধে বাড়ি বাড়ি অভিযান

সাতক্ষীরা: বাড়ি বাড়ি গিয়ে এডিস মশার বংশ বিস্তার রোধে অভিযান শুরু করেছে সাতক্ষীরার জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। 

শুক্রবার (০৯ আগস্ট) সকাল থেকে তিনি সাতক্ষীরা পৌরসভার নয়টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান।  

এ সময় তিনি সবাইকে এডিস মশার বংশ বিস্তার রোধে সচেতন হয়ে কাজ করার আহ্বান জানান।

জেলা প্রশাসক মোস্তফা কামাল বলেন, প্রতিটি এলাকায় একটি করে কমিটি করে দেওয়া হয়েছে। সে কমিটির কর্মকর্তা যেকোনো সময় আপনাদের বাড়ির আঙ্গিনায় উপস্থিত হবেন। পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম দেখবেন এবং এডিস মশার বংশ বিস্তারের আলামত পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।  

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামান, জেলা তথ্য অফিসার মো. মোজাম্মেল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।