শুক্রবার (৯ আগস্ট) সকালে উপজেলার এলেঙ্গার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। ফয়সাল এলেঙ্গা পৌরসভার ফুলতলা গ্রামের কেমি তালুদারের ছেলে ও সরকারি শামসুল হক কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান আল মামুন বাংলানিউজকে জানান, সকালে ফয়সাল অভিমান করে বাড়ি থেকে বের হন। পরে রাজাবাড়ী এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ট্রেনের সামনে ঝাঁপ দিলে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে মরদেহটি উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
ফয়সাল গত ২ আগস্ট (শুক্রবার) তার ফেসবুকে ‘ভাবতে খুব অবাক লাগে, তুমি অন্য কারও’ এমন আবেগময় স্ট্যাটাস দেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন।
বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসআরএস