ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত প্রতীকী ছবি

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকচাপায় সোহান হাসান (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এ ঘটনায় সোহাগ (২০) নামে তার এক বন্ধু গুরুতর আহত হন।

শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার শেরপুর-রাণীরহাট আঞ্চলিক সড়কের আড়ংশাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত কলেজছাত্র সোহান হাসান শেরপুর পৌরশহরের শান্তিনগর এলাকার বাসিন্দা ও শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

শেরপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার রতন হোসেন বাংলানিউজকে বলেন, শেরপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র সোহান হাসান তার বন্ধু সোহাগকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে রানীরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে একইদিক থেকে আসা একটি চালবোঝাই ট্রাক (ঢাকা মেট্রো ড-১১-০২২৩) মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সোহান হাসান মারা যান।

গুরুতর আহত সোহাগকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান স্টেশন অফিসার রতন হোসেন।

শেরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) রুম্মান বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাকের চালক-হেলপার পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৩ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমবিএইচ/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।