ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, আগস্ট ৯, ২০১৯
নীলফামারীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নীলফামারী: নীলফামারী সদর উপজেলায় পুকুরের পানিতে ডুবে আব্দুল্লাহ (৪) ও ইয়ামিন (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে খোকশাবাড়ি ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দোলাপাড়া গ্রামের আনিছুর রহমানের ছেলে আব্দুল্লাহ ও প্রতিবেশী কৃষক হাসান আলীর ছেলে ইয়ামিন খেলতে গিয়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।

দুপুর সাড়ে ১২টার দিকে তাদের পুকুরের পানিতে হাবু-ডুবু খেতে দেখে স্থানীয়রা উদ্ধার করে নীলফামারী সদর আধুনিক হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।  

খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদিউজ্জামান প্রধান বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোমিনুল ইসলাম বলেন, খোকশাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিষয়টি আমাকে অবহিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৯২৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।