শুক্রবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মহসিন ওই গ্রামের মোল্লাবাড়ীর বাসিন্দা।
স্থানীয়রা জানায়, মোহাম্মদপুর গ্রামের আমিন উল্যার ছেলে নুর মোহাম্মদ ইয়াছিন ও মিরনের সঙ্গে একই বাড়ির চাচা মহসিনের জায়গা-জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো।
এর জেরে শুক্রবার সকালে স্থানীয় মোহাম্মদপুর জনতা বাজার থেকে মহসিন বাড়ি ফেরার পথে তার ভাতিজা নুর মোহাম্মদ ইয়াছিন ও মিরন তার ওপর হামলা চালিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করে। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯৪৭ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
আরএ