ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

গাবতলীতে ২ পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
গাবতলীতে ২ পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা গাবতলীতে অভিযান চালাচ্ছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: বাংলানিউজ

ঢাকা: গাবতলী বাস টার্মিনালে ঘরমুখো যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগে দু’টি পরিবহনকে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (৯ আগস্ট) গাবতলী বাস টার্মিনালে অভিযানের নেতৃত্ব দিচ্ছেন র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে ইতোমধ্যে দু’টি পরিবহনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

পাশাপাশি যাত্রীদের অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

কোনো অভিযোগ থাকলে গাবতলী টার্মিনালস্থ র‍্যাব-৪ এর ক্যাম্পে অথবা ফেসবুকের মাধ্যমে জানানোর আহ্বান জানান এ নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমআই/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।