গোপালগঞ্জ: গোপালগঞ্জের কোটালীপাড়ায় চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণের অভিযোগে ইজাবুল মোল্লা (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (৯ আগস্ট) বিকেলে উপজেলার জটিয়ারবাড়ী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান বাংলানিউজকে জানান, কোটালীপাড়া উপজেলার একটি স্থানীয় বিদ্যালয়ের ছাত্রীকে জটিয়ারবাড়ী গ্রামের ইজাবুল গত শুক্রবার (২ আগস্ট) বিকেলে একটি ঘেরের পাড়ের ঘরে নিয়ে ধর্ষণ করেন।
পরে শিশুটি তার বাবা-মাকে বিষয়টি জানালে গ্রামবাসীর পরামর্শে মেয়েটির মা বাদী হয়ে ইজাবুলকে অভিযুক্ত করে শুক্রবার (৯ আগস্ট) থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার পরপরই অভিযান চালিয়ে ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়।
ইজাবুলকে শনিবার (১০ আগস্ট) আদালতে হাজির করা হবে। এছাড়া ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা
বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।