ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শিমুলিয়া ঘাটে এসএ ট্রাভেলসকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
শিমুলিয়া ঘাটে এসএ ট্রাভেলসকে জরিমানা শিমুলিয়া ঘাটে এসএ ট্রাভেলসকে জরিমানা

মুন্সিগঞ্জ: চট্রগ্রাম থেকে বাগেরহাটগামী 'এসএ ট্রাভেলস' পরিবহণের একটি যাত্রীবাহী বাসকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। যাত্রীদের সাথে প্রতারণার দায়ে এসময় কর্তৃপক্ষকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ বাসের সুপারভাইজার ইমরান হোসেনকে (২৭) ১০ হাজার টাকা জরিমানা করেন।

বাংলানিউজকে তিনি জানান, চট্রগ্রাম থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাগেরহাট যাচ্ছিল এসএ ট্রাভেলস পরিবহণের একটি যাত্রীবাহী বাস।

চট্টগ্রাম থেকে ছেড়ে আসার পর শিমুলিয়া ঘাটে এসে সেখানে যাত্রীদের নামিয়ে তাদেরকে লঞ্চের মাধ্যমে পার করার পর কাঁঠালবাড়ি ঘাট থেকে একই পরিবহণের অন্য একটি বাসে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা ছিল।

তিনি জানান, আলাদা দুটো বাসে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও শিমুলিয়া ঘাটে আসার পর ঐ বাসটিই ফেরী পার হয়ে বাগেরহাট যাওয়ার চেষ্টা করে। এসময় যাত্রীরা বাস থেকে নেমে যায়। যাত্রীদের সাথে এটি একটি প্রতারণা। এজন্য বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

একইসাথে যাত্রীদের স্পেশাল লঞ্চের ব্যবস্থা করে পারাপার করা হয় বলেও এসময় জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগষ্ট ০৯, ২০১৯
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।