শুক্রবার (৯ আগষ্ট) সন্ধ্যা ৬টায় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মুরাদ বাসের সুপারভাইজার ইমরান হোসেনকে (২৭) ১০ হাজার টাকা জরিমানা করেন।
বাংলানিউজকে তিনি জানান, চট্রগ্রাম থেকে ৪০ জন যাত্রী নিয়ে বাগেরহাট যাচ্ছিল এসএ ট্রাভেলস পরিবহণের একটি যাত্রীবাহী বাস।
তিনি জানান, আলাদা দুটো বাসে গন্তব্যে পৌঁছানোর কথা থাকলেও শিমুলিয়া ঘাটে আসার পর ঐ বাসটিই ফেরী পার হয়ে বাগেরহাট যাওয়ার চেষ্টা করে। এসময় যাত্রীরা বাস থেকে নেমে যায়। যাত্রীদের সাথে এটি একটি প্রতারণা। এজন্য বাসের সুপারভাইজারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
একইসাথে যাত্রীদের স্পেশাল লঞ্চের ব্যবস্থা করে পারাপার করা হয় বলেও এসময় জানান ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বাংলাদেশ সময়: ২৩৩০ ঘণ্টা, আগষ্ট ০৯, ২০১৯
এইচএমএস/