শুক্রবার (৯ আগস্ট) বিকেল ৫টা থেকে শুরু হয়ে রাত সাড়ে ১০টা পর্যন্ত এ অভিযান চলে। অভিযানে নেতৃত্ব দেন র্যাব-৪-এর নিবার্হী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।
নিবার্হী ম্যাজিস্ট্রেট বাংলানিউজকে বলেন, যাত্রীদের অভিযোগের ভিত্তিতে পাঁচ পরিবহনকে ৯৫ হাজার করে টাকা জরিমানা করা হয়। এ সময় শতাধিক যাত্রীর অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়েছে।
পরিবহন সংক্রান্ত যে কোনো হয়রানির শিকার হলে যাত্রীদের গাবতলী টার্মিনালের র্যাব-৪ ক্যাম্পে অথবা ফেসবুকের মাধ্যমে অভিযোগ জানানোর আহ্বান জানান নিজাম উদ্দিন।
বাংলাদেশ সময়: ২৩৫৯ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১৯
এমএমআই/এইচজে