ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত। ছবি: বাংলানিউজ।

গোপালগঞ্জ: গোপালগঞ্জের সড়ক দুর্ঘটনায় থ্রি-হুইলার চালকসহ দুইজন নিহত হয়েছেন।

শুক্রবার (৯ আগষ্ট) রাত সাড়ে ১০ দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাকুড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার ভাটিয়াপাড়া গ্রামের বিলু মুন্সির ছেলে থ্রি-হুইলার চালক বাবু মুন্সি (৩৫) এবং একই গ্রামের নুরু মুন্সির ছেলে শহিদুল মুন্সি (৩৪)।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নূর মোহাম্মদ এবং গোপালগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা জানান, দুর্ঘটনাটি কিভাবে ঘটেছে তা কেউ দেখেনি। তবে থ্রি-হুইলারটি সড়কের উপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। তখন স্থানীয়রা ফায়ার সার্ভিস ও পুলিশে খবর দেয়। এরপর দুর্ঘটনাস্থল থেকে শহিদুল মুন্সির লাশ উদ্ধার করে এবং বাবু মুন্সিকে মারাত্নক আহত অবস্থায় উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানিয়েছেন, বাবু মুন্সি গোপালগঞ্জ থেকে থ্রি-হুইলার নিয়ে ভাটিয়াপাড়ায় নিজ বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ সময়: ০১১০ ঘণ্টা, আগষ্ট ১০, ২০১৯
এইচএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।