ট্রেন ছাড়তে দীর্ঘ বিলম্ব, তাই এভাবেই প্লাটফর্মে সময় পার করছেন যাত্রীরা। তারা বলছেন, ট্রেন দুর্ঘটনা হতেই পারে।
শুক্রবার (৯ আগস্ট) টাঙ্গাইলে সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুতের ঘটনায় ভয়াবহ ট্রেনের শিডিউল বিপর্যয়ে এক থেকে ১০ ঘণ্টা পর্যন্ত বিলম্ব করছে অনেক ট্রেন। এতে কমলাপুরে অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে যাত্রীদের।
রেলের তথ্য মতে, রাজশাহীগামী ৭৬৯ নম্বর ধুমকেতু এক্সপ্রেস ট্রেন শনিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ৬টায় ছেড়ে যাওয়ার কথা। কিন্তু ট্রেনটি রাজশাহী থেকে কমলাপুরে এসে পৌঁছাবে দুপুর ১২টার পর। ৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেন পাঁচ ঘণ্টা বিলম্বে সকাল সাড়ে ১১টার দিকে কমলাপুর ছেড়ে যেতে পারে। ৭৬৫ নম্বর নীলসাগর এক্সপ্রেস ট্রেন নির্ধারিত সময়ের চেয়ে ৮ ঘণ্টা বিলম্ব করে বিকেল ৪টায় ছেড়ে যেতে পারে। ৭৭১ নম্বর রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৮ ঘণ্টা বিলম্বে আনুমানিক বিকেল ৫টায় ছেড়ে যাবে।
লালমনিরহাট ঈদ স্পেশাল ট্রেনটি ১০ ঘণ্টা বিলম্বে আনুমানিক সন্ধ্যা সোয়া ৭টায় ছেড়ে যাবে। এছাড়া পশ্চিমাঞ্চলগামী কয়েকটি ট্রেন এক ঘণ্টা বিলম্বে চলাচল করবে।
নীল সাগর এক্সপ্রেসের যাত্রী আসাদ মিয়া। স্ত্রী-সন্তানকে নিয়ে সকাল থেকে ট্রেনের অপেক্ষায়। ট্রেনটি সকাল ৮টায় ছেড়ে যাওয়ার কথা থাকলেও ছাড়বে বিকেল ৪টায়। দীর্ঘ অপেক্ষায় ক্লান্ত তারা।
রংপুর এক্সপ্রেসের যাত্রী সানজিদা। ট্রেনের বিলম্বে বিরক্ত এ তরুণী। তবুও অপেক্ষা করছেন, কখন ছাড়বে ট্রেন। এভাবে পশ্চিমাঞ্চলগামী ট্রেনের শত শত যাত্রী ভোগান্তিতে পড়েছেন।
কমলাপুর রেলস্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ আমিনুল হক বাংলানিউজকে বলেন, সুন্দরবন এক্সপ্রেস লাইনচ্যুতির ঘটনায় এ শিডিউল বিপর্যয় দেখা দিয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি, শিডিউল বিপর্যয় কমিয়ে আনতে।
বাংলাদেশ সময়: ০৯৫৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
টিএম/আরআইএস/