ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

নেই যানজট, স্বস্তি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
নেই যানজট, স্বস্তি ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

নারায়ণগঞ্জ: ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের যাতায়াতকে কেন্দ্র করে প্রতিবছর ঈদের আগের ও পরের দু’দিন ব্যাপক ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট ভোগালেও এবার দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। তেমন কোনো যানজট না থাকায় স্বস্তিতে বাড়ি যেতে পারছেন এই দুই মহাসড়কের যাত্রীরা।

শনিবার (১০ আগস্ট) দু’টি সড়কেরই যানজটপ্রবণ নারায়ণগঞ্জ অংশ ঘুরে দেখা যায়, যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে। সড়কে রয়েছে ট্রাফিক বিভাগের টিমও।

 

সংশ্লিষ্টরা বলছেন, নতুন দ্বিতীয় কাঁচপুর সেতু, ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতা ফ্লাইওভার, ঢাকা চট্টগ্রাম-মহাসড়কের মেঘনা সেতু ও ফোর লেন চালু থাকায় যানজট একেবারেই নেই বললেই চলে। এ পথে ঘরমুখো মানুষ এবার স্বস্তির নিঃশ্বাস ফেলছেন।

ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের যাত্রী কবির বাংলানিউজকে বলেন, এবার কোনো যানজটই পেলাম না। সকালে ৯টায় বাসে উঠেছি, এখন পর্যন্ত তেমন কোনো যানজট নেই। তবে মেঘনা টোল প্লাজায় টোলের কাজে একটু থামতে হলো।


আরও কয়েকটি পরিবহনের যাত্রী এবং চালক ও হেলপারদের সঙ্গে কথা বলেও স্বস্তির বিষয়টি বোঝা যায়।

নারায়ণগঞ্জ ট্রাফিক পুলিশের পরিদর্শক (প্রশাসন) মোল্লা তাসলিম হোসেন বাংলানিউজকে বলেন, ঢাকা-সিলেট মহাসড়কের যে যানজটটি এখানে ছিল, সেটি এখন একেবারেই নেই। ভুলতা ফ্লাইওভারটি খুলে দেওয়ায় আমাদের জন্য উপকার হয়েছে, পাশাপাশি ঘরমুখো মানুষের স্বস্তি এসেছে। এই ফ্লাইওভারটির আর মাত্র ৫ শতাংশ কাজ বাকি, ঈদের পর ফ্লাইওভারটি বন্ধ রেখে ওইটুকু কাজ সম্পন্ন করা হবে।

তিনি জানান, রোজার ঈদের আগে দ্বিতীয় কাঁচপুর ও মেঘনা সেতুতে যান চলাচল শুরু হওয়ার পর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমে আসে। এবার নতুন ফ্লাইওভারটি চালু হওয়ায় (সাময়িকভাবে সাত দিনের জন্য) ঢাকা-সিলেট মহাসড়কেও যানজট নেই।  

বাংলাদেশ সময়: ১১০৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।