শনিবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের রেলব্রিজ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলব্রিজ মোড়ে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও র্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।
অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ