ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

দিনাজপুরে শ্যুটারগান-গুলিসহ সন্ত্রাসী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
দিনাজপুরে শ্যুটারগান-গুলিসহ সন্ত্রাসী আটক আটক সোহেল ও উদ্ধার অস্ত্র। ছবি: বাংলানিউজ

দিনাজপুর: দিনাজপুরে অভিযান চালিয়ে ওয়ান শ্যুটার গান ও একটি গুলিসহ মো. সোহেল নামে এক সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্যরা। 

শনিবার (১০ আগস্ট) সকালে দিনাজপুর-১৩ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি অধিনায়ক এএসপি সিদ্দিক আহমদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।  

এর আগে শুক্রবার সন্ধ্যায় দিনাজপুর শহরের রেলব্রিজ মোড়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

সোহেল শহরের দপ্তরীপাড়ার মৃত রশিদ খালাসীর ছেলে।  

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে শহরের রেলব্রিজ মোড়ে অভিযান চালিয়ে সোহেলকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান, এক রাউন্ড তাজাগুলি উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার চিহ্নিত চাঁদাবাজ ও র‌্যাবের তালিকাভুক্ত সন্ত্রাসী।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে একাধিক অস্ত্র মামলা রয়েছে।  

অস্ত্র আইনে মামলা দায়ের করে তাকে দিনাজপুর কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।