শনিবার (১০ আগস্ট) সকাল থেকে রাজধানীর কুড়িল, নতুনবাজার, বাড্ডা-রামপুরা সড়ক ঘুরে দেখা যায়, বাসের জন্য অপেক্ষা করছেন নিম্ন আয়ের মানুষ। মাঝে মধ্যে বাস এলেই ওঠার হিড়িক পড়ে যায়।
সরেজমিনে সড়কগুলোতে দেখা যায়, অন্য সময়ের চেয়ে কমেছে গণপরিবহন। সড়কে ব্যক্তিগত গাড়িও কম। ফলে রাজধানীর সড়ক এখন প্রায়ই ফাঁকা। নেই কোনো যানজট। এসব সড়কে রাইদা, তুরাগ ও প্রচেষ্টা পরিবহন ছাড়া অন্য বাসের উপস্থিতি কম দেখা গেছে।
গণপরিবহনের নিয়মিত যাত্রী আব্দুল হক। শনিবারও কর্মস্থলে যেতে নতুনবাজারে বাসের অপেক্ষা করছিলেন। কিন্তু বাস কম থাকায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে ছিলেন। ফলে অফিসে যেতে কিছুটা দেরি হয়েছে। আব্দুল হক বাংলানিউজকে বলেন, ঈদে যাত্রী কম থাকায় সড়কে বাস কমে চলাচল করে। ফলে যেসব মানুষ ঢাকায় ঈদ করবেন তাদের যাতায়াতে ভোগান্তি পোহাতে হয়।
অপর যাত্রী আয়াতুল্লাহ বাংলানিউজকে বলেন, বাস কম থাকায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। একটি বাস এলে কে কার আগে উঠবে এ নিয়ে রীতি মতো যুদ্ধ বেধে যায়।
গণপরিবহন তুরাগ বাসের চালক শফিউল্লাহ বাংলানিউজকে বলেন, ঈদে যাত্রী কম থাকায় সড়কে কম বাস চলাচল করছে।
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
টিএম/আরআইএস/