ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

মদনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
মদনে প্রতিপক্ষের বল্লমের আঘাতে কৃষক নিহত

নেত্রকোণা: মাছ ধরাকে কেন্দ্র করে নেত্রকোণার মদন উপজেলায় প্রতিপক্ষের বল্লমের আঘাতে ফেরদৌস (৫৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১০ আগস্ট) দুপুরে মদন থানায় নিহতের ছোট ভাই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (০৯ আগস্ট) দিনগত রাতে মারা যান ফেরদৌস।

নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, শুক্রবার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে মনিকা গ্রামে ফেরদৌস ও তার প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলের মধ্যে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বল্লমের আঘাতে আহত হন ফেরদৌস। ফেরদৌসকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।