শনিবার (১০ আগস্ট) দুপুরে মদন থানায় নিহতের ছোট ভাই একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় বাচ্চু মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
নেত্রকোণার অতিরিক্ত পুলিশ সুপার (খালিয়াজুরী সার্কেল) মো. জামাল উদ্দিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শুক্রবার রাতে উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নে মনিকা গ্রামে ফেরদৌস ও তার প্রতিবেশী বাচ্চু মিয়ার ছেলের মধ্যে মাছ ধরা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় বল্লমের আঘাতে আহত হন ফেরদৌস। ফেরদৌসকে উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ