শনিবার (১০) দুপুরে বাগেরহাট-রূপসা পুরাতন সড়কে এ দুর্ঘটনা ঘটে। তানিয়া ওই উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের হিরণের মেয়ে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ বাংলানিউজকে বলেন, যাত্রাপুর থেকে ফকিরহাটগামী একটি ট্রাক সিংগাতি এলাকায় পথচারী তানিয়াকে ধাক্কা দেয়। এতে সে গুরুত্বর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ঘাতক পিকআপ ভ্যানটিকে জব্দ করলেও চালক ও তার সহকারী (হেলপার) পলাতক রয়েছেন। তাদের আটকের চেষ্টা চলছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস