ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

লঞ্চে যাত্রীর চাপ, ফেরিতে পার হতে মাইকিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
লঞ্চে যাত্রীর চাপ, ফেরিতে পার হতে মাইকিং

মানিকগঞ্জ: ঈদে ঘরমুখো মানুষের ঢল নেমেছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে। এ নৌরুটে লঞ্চে যাত্রী পারাপারে হিমশিম খাওয়ায় ফেরিতে পার হওয়ার জন্য মাইকিং করছে কর্তৃপক্ষ।

শনিবার (১০ আগস্ট) দুপুর ১টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় গিয়ে দেখা যায়, ২০টি লঞ্চ চলাচল করলেও যাত্রী সামাল দিতে হিমশিম খাচ্ছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ। এজন্য লঞ্চ মালিক ও বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ ফেরিতে যাত্রী পার হওয়ার জন্য মাইকিং করছে।

বরিশালগামী যাত্রী সুমন বাংলানিউজকে বলেন, দুপুর ১টার দিকে লঞ্চ ঘাটে গেলে কর্তৃপক্ষ মাইকে বলছে ফেরিতে পার হতে। কারণ ঘাটে লঞ্চ নেই। সবগুলো লঞ্চ দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়েছে। সেজন্য বাধ্য হয়ে ফেরিতে নৌপথ পাড়ি দেওয়ার জন্য যাচ্ছি।

রাজবাড়ীগামী যাত্রী সেফালি বাংলানিউজকে বলেন, সকাল ৬টায় ঢাকা থেকে রওনা হয়েছি। রাস্তায় কিছু কিছু স্থানে প্রচুর জ্যাম ছিল। এ কারণে দুই ঘণ্টার পথ লেগেছে সাত ঘণ্টা। নদীতে ঢেউ থাকায় বাচ্চাদের নিয়ে ফেরিতে পার হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

বিআইডব্লিউটিএ পাটুরিয়া ঘাটের সহকারী পরিচালক (ট্রাফিক) ফরিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২০টি লঞ্চ দিয়ে যাত্রী পার করা হচ্ছে। তবে যাত্রীর বাড়তি চাপ থাকায় ফেরিতে তাদের যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট শাখার এজিএম জিল্লুর রহমান বাংলানিউজকে বলেন, দুপুরের পর থেকে যাত্রীবাহী পরিবহনের চাপ বেড়েছে। অন্যদিকে, কাটা গাড়ির যাত্রীদের চাপও বেড়েছে ঘাট এলাকায়। যাত্রীদের লঞ্চের পাশাপাশি ফেরিতেও পার করা হচ্ছে। বর্তমানে ২০টি ফেরি দিয়ে পরিবহন ও যাত্রী পার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।