ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

লালমনিরহাটে ওজন করে বিক্রি হচ্ছে গরু

খোরশেদ আলম সাগর, ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
লালমনিরহাটে ওজন করে বিক্রি হচ্ছে গরু গরু ওজন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

লালমনিরহাট: দর কষাকষি করে গরু কিনতে গিয়ে ধারণা না থাকায় অনেকেই প্রতারিত হন। তাই স্কেলে ওজন করে বিক্রি হচ্ছে গরু। প্রতি কেজি গরুর দাম মাত্র ৩শ’ টাকা।

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপুকুর ইউনিয়নের পাঠানটারী এলাকায় অফিল এগ্রো লিমিটেড নামে একটি খামারে ওজন করে বিক্রি হচ্ছে কোরবানির গরু।  

খামারটির কর্মচারী ও স্থানীয়রা জানান, অনেকেই রয়েছেন যারা বছরে শুধুমাত্র কোরবানির ঈদেই গরু কিনে থাকেন।

ফলে গরুর দাম নির্ধারণের কোনো ধারণা থাকে না তাদের। এমনকি গরুর সরকারি কোনো বিক্রয় মূল্য নেই। ফলে বাজারে কিনতে গিয়ে প্রতারিত হন অনেকেই। তাই অফিল এগ্রো লিমিটেডের খামারে গরু ওজন করেই বিক্রি করা হচ্ছে। গরুর দাম নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি মাত্র ৩শ’ টাকা দরে।  

ক্রেতারা তাদের পছন্দের গরুটি স্ক্রেলে পরিমাপ করেই দাম নির্ধারণ করছেন। সেক্ষেত্রে দামে প্রতারিত হওয়ার সুযোগ নেই। এ খামারে ছোট, মাঝারি ও বড় আকারের গরু রয়েছে। যার যত ওজনের গরু প্রয়োজন। তিনি তত ওজনের গরুই কিনতে পাবেন। এই খামারে সর্বনিম্ন ২শ’ থেকে সর্বোচ্চ ৪শ’ কেজি ওজনের গরু রয়েছে। তবে মাঝারি ওজনের গরুর চাহিদা অনেকটা বেশি। খামারটিতে মোট ২২৮টি গরু রয়েছে বিক্রিযোগ্য।

খামারের গরু।  ছবি: বাংলানিউজগাইবান্ধা থেকে এই খামারে গরু কিনতে আসা আব্দুর রশিদ বাংলানিউজকে বলেন, হাট ঘুরে পশু ক্রয় করা বেশ ঝামেলার। এছাড়াও দালালদের দৌরাত্ম্যে কোরবানি পশুর হাটে যাওয়া দুষ্কর।  খামারে পছন্দ করার পর ওজন করে দাম নির্ধারণের সুযোগ থাকায় প্রতারণার সুযোগ নেই। তাই তিনি গরু কিনতে এই খামারে চলে এসেছেন।

খামারটির স্টোর কাম সুপারভাইজার আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, বাজারের হাড্ডিসার গরু কিনে এই খামারে পালন করা হয়। এরপর ক্রেতার চাহিদা অনুযায়ী বিক্রি করা হয়। খামারে গরুর দেখাশোনা করতে শ্রমিক রয়েছেন ১৮/২০ জন। গরুর বাজার সম্পর্কে অনেকের ধারণা নেই। তাই গরু ওজন করে প্রতি কেজি ৩শ’ টাকা দরে বিক্রি হচ্ছে। ফলে এখানে ক্রেতার প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। পরিবহন ভাড়া বুঝিয়ে দিলে গরু পিকআপভ্যানে করে পৌঁছে দেওয়া হয় ক্রেতার গন্তব্যে।  

বাংলাদেশ সময়: ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।