সেখানে মোটরসাইকেলে স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে পৌঁছাতে পারছেন অনেক যাত্রীরা। মোটরসাইকেলে একা কিংবা সঙ্গী নিয়ে পাড়ি দিচ্ছেন শত শত কিলোমিটার পথ।
শুক্রবার (০৯ আগস্ট) ও শনিবার (১০ আগস্ট) বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের নলকা মোড়, কড্ডার মোড়, মুলিবাড়ি ও সয়দাবাদ এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, আরামে ঘরে ফেরার জন্য অসংখ্য মানুষ মোটরসাইকেল বেছে নিয়েছেন। স্ত্রী কিংবা সহকর্মীকে পেছনে বসিয়ে অনেকেই ঘরে ফিরছেন।
সয়দাবাদ মোড়ে বসে চা খাচ্ছিলেন বাংলাদেশ কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শক মো. আমিনুল ইসলাম। ঢাকা থেকে তিনি নিজের মোটরসাইকেল নিয়ে রওনা হয়েছেন। তিনি বাংলানিউজকে বলেন, মাত্র দু’ঘণ্টায় টাঙ্গাইল থেকে বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড়ে এসেছি।
ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (আইইউবি) বিবিএ শেষ বর্ষের ছাত্র সোহান ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে নিজ বাড়ি সিরাজগঞ্জের বেলকুচিতে যাচ্ছিলেন। মাত্র চার ঘণ্টায় তিনি তার গন্তব্যে পৌঁছেছেন।
তিনি বাংলানিউজকে বলেন, মোটরসাইকেল নিয়ে স্বাচ্ছ্যন্দের সঙ্গে আসতে পেরেছি। যানজট থাকলেও সারাটা পথ এঁকেবেঁকেই চলে এসেছি। এজন্য সময় অনেক কম লেগেছে।
তিনি আরও বলেন, মোটরসাইকেলে অনেকেই আসছেন। তাদের মধ্যে কেউ কেউ ট্রাফিক আইন লঙ্ঘন করে বেপরোয়াভাবে চলছেন। সেক্ষেত্রে দুর্ঘটনার ঝুঁকি রয়েছে।
কথা হয়, বেসরকারি চাকরিজীবী সুলতান মাহমুদের সঙ্গে। তিনি বাইকের পেছনে স্ত্রীকে নিয়ে কুষ্টিয়া যাচ্ছিলেন। তিনি বাংলানিউজকে বলেন, ঢাকা থেকে আসতে সময় লেগেছে সাড়ে তিনঘণ্টা। কুষ্টিয়া পৌঁছাতে লাগবে আরও তিন ঘণ্টার মতো। এ রুটে বাসে ভ্রমণ করতে গেলে অন্তত ১৮-২০ ঘণ্টা সময় লাগতো।
ঢাকার মিরপুর থেকে আসা বেসরকারি চাকরিজীবী খোকন মিয়া, সরওয়ার হোসেন, বিপ্লব ও আবির হোসেনও মোটরসাইকেলে কুষ্টিয়ার ভেড়ামারা যাচ্ছিলেন। চার ঘণ্টাতেই তারা সিরাজগঞ্জে পৌঁছেছেন। বাংলানিউজকে তারা বলেন, রাস্তায় তীব্র যানজট থাকলেও তেমন সমস্যা হয়নি। অনেকটা স্বস্তি নিয়েই নিজ নিজ বাড়ি যেতে পারছি।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বাংলানিউজকে জানান, এ মহাসড়কে প্রতিদিন হাজার হাজার মানুষ নিজ নিজ মোটরসাইকেলে ঘরে ফিরছেন। মোটরসাইকেলে ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই। তবে অনেক মোটরসাইকেল চালকেরা ট্রাফিক আইন লঙ্ঘন করে। মহাসড়কের মোড়ে মোড়ে হাইওয়ে পুলিশ তাদের সচেতন করছে। তবে বাস বা ট্রাকের চেয়ে অনেকটা স্বাচ্ছন্দ্যেই গন্তব্যে যেতে পারছেন মোটরসাইকেল যাত্রীরা।
বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এনটি