শনিবার (১০ আগস্ট) সকালে বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নতুন পোশাক তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, প্রবেশন কর্মকর্তা সোহেল পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, জেল সুপার গোলাম দস্তগীর, জেলার এসএম মহিউদ্দিন হায়দার প্রমুখ।
বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা কারাগারের ২৯ জন নারী, ১৪ জন কিশোর ও নারী বন্দিদের সঙ্গে থাকা চার শিশুকে নতুন পোশাক দেওয়া হয়। ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে বন্দিরা অনেক খুশি।
শেষে জেল কর্তৃপক্ষের আয়োজনে বন্দিদের নিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস