ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

কোরবানি উপলক্ষে বাগেরহাটে কারাবন্দিদের নতুন পোশাক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
কোরবানি উপলক্ষে বাগেরহাটে কারাবন্দিদের নতুন পোশাক

বাগেরহাট: ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে কারাবন্দিদের মধ্যে নতুন জামা-কাপড় বিতরণ করেছে সমাজসেবা অধিদফতর। 

শনিবার (১০ আগস্ট) সকালে বাগেরহাট জেলা প্রশাসক (ডিসি) মামুনুর রশীদ আনুষ্ঠানিকভাবে তাদের হাতে নতুন পোশাক তুলে দেন।

এসময় উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদফতর বাগেরহাটের উপ-পরিচালক এসএম রফিকুল ইসলাম, প্রবেশন কর্মকর্তা সোহেল পারভেজ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, জেল সুপার গোলাম দস্তগীর, জেলার এসএম মহিউদ্দিন হায়দার প্রমুখ।

বিতরণ অনুষ্ঠানে বাগেরহাট জেলা কারাগারের ২৯ জন নারী, ১৪ জন কিশোর ও নারী বন্দিদের সঙ্গে থাকা চার শিশুকে নতুন পোশাক দেওয়া হয়। ঈদ উপলক্ষে নতুন পোশাক পেয়ে বন্দিরা অনেক খুশি।

শেষে জেল কর্তৃপক্ষের আয়োজনে বন্দিদের নিয়ে ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।