ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বরিশালে পশুর হাটে নজরদারি, ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
বরিশালে পশুর হাটে নজরদারি, ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ পশুর হাটে নজরদারি বাড়িয়েছে প্রশাসন। ছবি: বাংলানিউজ

ব‌রিশাল: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বরিশালের বিভিন্ন পশুর হাটে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে। যাচাই করে দেখা হচ্ছে হাটগুলোতে ক্ষতিকর হরমোন ব্যবহার করে মোটাতাজা করা ও রোগাক্রান্ত গরু আনা হয়েছে কিনা। একইসঙ্গে জেলার বিভিন্ন জায়গায় ডেঙ্গু সচেতনতায় লিফলেটও বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত গৌরনদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফারিহা তানজিনের নেতৃত্বে উপজেলার মাহিলাড়া ও সরিকল এলাকার দু’টি অস্থায়ী গরুর হাট পরিদর্শন করেন জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তারা।

জানা যায়, উপজেলার বিল্বগ্রাম এলাকায় অভিযান চালিয়ে একটি অবৈধ গরুর হাট উচ্ছেদ করা হয়।

এসময় ভেটোনারি সার্জন ডা. মাসুম বিল্লাহসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ

এদিকে প্রশাসন হাটে নজরদারির পাশাপাশি ডেঙ্গু বিষয়ক সচেতনতা এবং মশক নিধনে পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রেখেছে। এদিন জেলা প্রশাসনের উদ্যোগে বরিশালের বিভিন্ন স্থানে ডেঙ্গু সচেতনতায় লিফলেট বিতরণ করা হয়। এসব কর্মসূচিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান।

এসময় জেলা প্রশাসক ডেঙ্গু জ্বর থেকে বাঁচতে মশক নিধন ও মশার বংশ বিস্তার রোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত রাখার পাশাপাশি সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

বাংলা‌দেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এমএস/এইচএডি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।