শনিবার (১০ আগস্ট) সকালে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া শাহপরান এলাকায় ও সুনামগঞ্জের জগন্নাথপুর পাটলী গ্রামে এ দুই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শাহপরাণ এলাকার হাতুড়া গ্রামের সুয়েব মিয়ার স্ত্রী রুবি বেগম (২৬) এবং পাটলী গ্রামের মানিক মিয়ার ছেলে কবির মিয়া (৪০)।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানায়, এ দিন সকাল ১০টার দিকে সাপের কামড়ে জ্ঞান হারিয়ে ফেলেন দু’জন। হাসপাতালে আনার পর সকাল সাড়ে ১০টার দিকে মারা যান রুবি। এছাড়া চিকিৎসাধীন অবস্থায় ১১টার দিকে কবির মিয়াও মারা যান।
সিলেট মেট্রোপলিটন পুলিশের শাহপরান (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী হাসপাতালের চিকিৎসকের বরাত বাংলানিউজকে বলেন, রুবি বেগম শাহপরান এলাকায় এবং কবির মিয়া তার নিজ গ্রামে সাপের কামড়ে গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, আগস্ট ১০, ২০১৯
এনইউ/টিএ