শনিবার (১০ আগস্ট) রাত ৮টার দিকে পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন তারাপুর চা বাগান সড়কে এ ঘটনা ঘটে। সংঘর্ষে উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, পাঠানটুলা পয়েন্ট সংলগ্ন রাস্তার পাশে খুঁটি গেড়ে অবৈধ পশুর হাট বসায় ছাত্রলীগের পাঠানটুলা গ্রুপ। মৌসুমী অবৈধ পশুর হাটের মালিক ছাত্রলীগ নেতা-কর্মীরা জোরপূর্বক ব্যবসা প্রতিষ্ঠানের সামনেও খুঁটি গেড়ে গরুর হাট বিস্তৃত করেন। এতে ব্যবসায়ীরা প্রতিবাদ করেন। তাদের সঙ্গে এলাকার লোকজন ও স্বেচ্ছাসেবক দল নেতা সজিবের নেতৃত্বে স্থানীয় নেতা-কর্মীরা যুক্ত হন। তারা বাঁশের খুঁটিগুলো উপড়ে ফেলে ছাত্রলীগ নেতা-কর্মীদের ধাওয়া করেন।
এর কিছুক্ষণ পর ছাত্রলীগের শিপলু, সাফায়াত ও বিদ্যুতের নেতৃত্বে নেতা-কর্মীরা সংঘবদ্ধ হয়ে পাল্টা হামলা চালায়। ছাত্রলীগ নেতা-কর্মীরা হামলার পাশাপাশি দোকানপাট লুটপাট ও যানবাহন ভাঙচুর করে।
এ বিষয়ে জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওকিল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।
বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
এনইউ/আরবি/