রোববার (১১ আগস্ট) সন্ধ্যায় উপজেলার পোগলা ইউনিয়নের সুনই বাজার থেকে তাকে আটক করা হয়।
প্রতারক সবুজ নেত্রকোণার বারহাট্টা উপজেলার শিমুলিয়া গ্রামের বাসিন্দা।
নেত্রকোণার পুলিশ সুপার (এসপি) মো. আকবর আলী মুন্সী বাংলানিউজকে এ তথ্য জানান।
তিনি জানান, প্রতারক সবুজ বাজারে দরদাম করে বিভিন্ন সাইজের তিনটি গরু কিনে নেয়। পরে সে ১ লাখ ১০ হাজার টাকা গরুর মালিকদের হাতে তুলে দেয়। এরমধ্যে ৯০ হাজার টাকার নোটই ছিল একই সিরিয়ালের! বিষয়টি বিক্রেতার দৃষ্টিগোচর হলে তিনি পুলিশের সহযোগিতা নেন। পরে জালটাকা প্রমাণিত হলে প্রতারক সবুজকে আটক করা হয়।
এর আগেও একই উপজেলা থেকে ১৪ হাজার জালটাকাসহ এক প্রতারককে আটক করেছিল পুলিশ।
বাংলাদেশ সময়: ০০৪০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এইচএডি/