ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৫৬ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২ দুর্ঘটনায় চূর্ণবিচূর্ণ সিএনজিচালতি অটোরিকশা। ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের কালাদি এলাকায় এশিয়ান হাইওয়েতে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩ জন।

রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত দু’জনের একজন পুলিশ কনস্টেবল ও অপরজন স্বর্ণ ব্যবসায়ী।

রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার বাংলানিউজকে জানান, কালাদি এলাকায় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সায়মন ইসলাম দূর্জয় নামে এক কনস্টেবল ও শিপন চন্দ্র দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।

ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।