রোববার (১১ আগস্ট) দিবাগত রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।
জানা যায়, নিহত দু’জনের একজন পুলিশ কনস্টেবল ও অপরজন স্বর্ণ ব্যবসায়ী।
রূপগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) দেলোয়ার বাংলানিউজকে জানান, কালাদি এলাকায় একটি ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে সায়মন ইসলাম দূর্জয় নামে এক কনস্টেবল ও শিপন চন্দ্র দাস নামের এক স্বর্ণ ব্যবসায়ী নিহত হন। আহত হয়েছেন আরও তিনজন। ঘটনার পরপরই চালক ট্রাকটি নিয়ে দ্রুত পালিয়ে যায়।
ট্রাকের চালককে আটকের চেষ্টা চলছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, আগস্ট, ২০১৯
এইচএডি/