সোমবার (১২ আগস্ট) সকালে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বড় রাজাপুর গ্রামে নিজবাড়ির মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের একথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
মন্ত্রী বলেন, ঈদের দিনে এটাই আমাদের প্রার্থনা, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে এদেশ থেকে সাম্প্রদায়িক অপশক্তির মূল উৎপাটন করা হবে।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী, বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জাসহ অনেকে।
এর আগে, মন্ত্রী তার বাবা-মায়ের কবর জিয়ারত করেন এবং স্থানীয় মুসল্লি ও নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সিঙ্গাপুরে প্রায় দুই মাস ১০ দিন চিকিৎসাধীন থাকার পর গত ১৫ মে দেশে ফেরেন ওবায়দুল কাদের। দেশে এলেও শারীরিক কারণে তিনি নিজ গ্রামে আসতে পারেননি। অসুস্থ হওয়ার পর প্রায় পাঁচ মাস পর তিনি নিজ নির্বাচনী এলাকায় প্রথম এলেন।
বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এএ