সোমবার (১২ আগস্ট) বিভিন্ন ক্লিনিক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে, প্রতিটি ক্লিনিক ও হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক থেকে শুরু করে নার্সসহ সবাই ছিলেন রোগীদের সেবায় নিয়োজিত।
নারায়ণগঞ্জের সিটি লাইফ ক্লিনিকের নার্স নিতু জানান, ঈদের দিন সকাল থেকেই ডিউটি তার। তিনি রোগীদের দেখভাল করছেন। নিজের পরিজন ভেবে সবার সেবার মাঝেই ঈদের আনন্দ খুজে পাচ্ছেন তিনি।
হাসপাতালের শাহীন নামে এক রোগীর স্বজন জানান, ঈদের দু’দিন আগে রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি কিছুটা ভালো। তবে, ঈদের দিনটি এখানেই কাটাতে হলো।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত আলিনা জানান, ঈদের দিনটি হাসপাতালে কাটাবেন তিনি কখনো ভাবেননি। উৎসবের দিনটিতে হাসপাতালে থাকায় তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়ে কেঁদে ফেলেন।
বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এএটি