ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে হাসপাতালে ডেঙ্গু ও অন্যান্য রোগীদের ঈদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
না’গঞ্জে হাসপাতালে ডেঙ্গু ও অন্যান্য রোগীদের ঈদ হাসপাতালে চিকিৎসাধীন একজন ডেঙ্গু রোগী, ছবি: বাংলানিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ডেঙ্গু ও অন্যান্য রোগীদের বিছানায় শুয়ে ঈদের দিনটি অতিবাহিত করতে হচ্ছে।

সোমবার (১২ আগস্ট) বিভিন্ন ক্লিনিক ঘুরে এমন দৃশ্য দেখা গেছে। তবে, প্রতিটি ক্লিনিক ও হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক থেকে শুরু করে নার্সসহ সবাই ছিলেন রোগীদের সেবায় নিয়োজিত।

রোগীদের সেবা দেওয়ার মধ্যেই তারা ঈদের আনন্দ খুঁজে পেয়েছেন। এছাড়া হাসপাতালে অন্যান্য রোগীরাও চিকিৎসা নিচ্ছেন।

নারায়ণগঞ্জের সিটি লাইফ ক্লিনিকের নার্স নিতু জানান, ঈদের দিন সকাল থেকেই ডিউটি তার। তিনি রোগীদের দেখভাল করছেন। নিজের পরিজন ভেবে সবার সেবার মাঝেই ঈদের আনন্দ খুজে পাচ্ছেন তিনি।

হাসপাতালের শাহীন নামে এক রোগীর স্বজন জানান, ঈদের দু’দিন আগে রোগী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। এখন তিনি কিছুটা ভালো। তবে, ঈদের দিনটি এখানেই কাটাতে হলো।

ডেঙ্গু জ্বরে আক্রান্ত আলিনা জানান, ঈদের দিনটি হাসপাতালে কাটাবেন তিনি কখনো ভাবেননি। উৎসবের দিনটিতে হাসপাতালে থাকায় তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়ে কেঁদে ফেলেন।

বাংলাদেশ সময়: ১৪৫৩ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।