সোমবার (১২ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। বিকেলে কোস্টগার্ডের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, টেকনাফের দমদমিয়া এলাকা দিয়ে ইয়াবা পাচার করা হবে, গোপন সূত্রে এমন খবর পেয়ে সোমবার ভোরে পূর্ব জোনের অধীন বিসিজি স্টেশন টেকনাফের সদস্যরা সেখানে অভিযান পরিচালনা করা হয়।
এসময় সন্দেহজনকভাবে ব্যাগ হাতে এক ব্যক্তিকে তল্লাশির উদ্দেশে সংকেত দিলে, সে পালানোর চেষ্টা করে। এ সময় কোস্টগার্ড সদস্যরা তাকে ধাওয়া করলে, সে ব্যাগটি ফেলে পালিয়ে যায়। পরে ওই ব্যাগটি তল্লাশি করে ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
উদ্ধার করা এসব ইয়াবা পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসবি/ওএইচ/