সোমবার (১২ আগস্ট) বিকেল থেকে হঠাৎ করে দেখা দেয় বৃষ্টি। এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় জনশূন্য দেখা যায় ব্যস্ততম সড়কগুলো।
এদিকে ঈদুল আজহার দিনে সকাল থেকে তীব্র তাপদাহের কারণে জনদুর্ভোগও সৃষ্টি হয়। তাপদাহকে উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। তবে তীব্র তাপদাহের কারণে অনেকেই নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় না করেই চলে যেতে দেখা গেছে।
তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি। তবে পরবর্তীতে বিকেল ৩টার সময় সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বচ্চ তাপমাত্রা ছিল।
বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআরএস