ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

তীব্র তাপদাহের পর পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
তীব্র তাপদাহের পর পঞ্চগড়ে স্বস্তির বৃষ্টি

পঞ্চগড়: গত কয়েদিনের টানা তাপদাহের পর পঞ্চগড়ে দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি। এতে করে শীতল বাতাসে হাঁসফাঁস জীবন থেকে স্বস্তি ফিরে পেয়েছে জেলার সর্বস্থরের মানুষ।  

সোমবার (১২ আগস্ট) বিকেল থেকে হঠাৎ করে দেখা দেয় বৃষ্টি। এর আগে, সকাল থেকে দুপুর পর্যন্ত প্রায় জনশূন্য দেখা যায় ব্যস্ততম সড়কগুলো।

 

এদিকে ঈদুল আজহার দিনে সকাল থেকে তীব্র তাপদাহের কারণে জনদুর্ভোগও সৃষ্টি হয়। তাপদাহকে উপেক্ষা করে ঈদের নামাজ আদায় করতে দেখা গেছে মুসল্লিদের। তবে তীব্র তাপদাহের কারণে অনেকেই নামাজ শেষে ঈদ শুভেচ্ছা বিনিময় না করেই চলে যেতে দেখা গেছে।  

তেঁতুলিয়া আবহাওয়া কার্যালয়ের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, সোমবার সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৭ দশমিক ৬ ডিগ্রি। তবে পরবর্তীতে বিকেল ৩টার সময় সারাদিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। যা চলতি বছরের সর্বচ্চ তাপমাত্রা ছিল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।