নীলসাগর বিনোদন কেন্দ্রটি জেলা সদরে ও থিম পার্কের অবস্থান সৈয়দপুর শহরে। পাতাকুঁড়ি পার্ক সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে ও সৈয়দপুর-দিনাজপুর সড়কের কুন্দল এলাকায় অবস্থিত রংধনু পার্ক।
ঈদে দর্শনার্থীদের আকৃষ্ট করতে এসব বিনোদন কেন্দ্রে টাইটানিক দোলনা, নাগরদোলা, শিশুদের খেলনা, সুইমিংপুল, পশুপাখির ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন নতুন খেলনা ও শিশুদের জন্য রাইডগুলো সাজানো হয়েছে রঙ্গিন করে।
জানা যায়, অন্য সময় বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা থাকে ১৫ হাজারের কাছাকাছি। কিন্তু, ঈদ এলেই তা বেড়ে দাঁড়ায় অন্তত চারগুণ। এ পরিমাণ দর্শনার্থীর কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
পুলিশ সুপার আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে এসব কেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে। এছাড়া, বিনোদন কেন্দ্রগুলোর নিজস্ব কর্মীরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
একে