ঢাকা, সোমবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

জমে উঠেছে নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৫ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১৯
জমে উঠেছে নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলো নতুন করে সাজানো হয়েছে বিনোদন কেন্দ্রগুলো। ছবি: বাংলানিউজ

নীলফামারী: ঈদের দিন বিকেল থেকেই ভিড় বাড়তে শুরু করেছে নীলফামারীর বিনোদন কেন্দ্রগুলোতে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ‘নীলসাগর’ ও ব্যক্তি মালিকানায় গড়ে ওঠা রংধনু, থিম পার্কে বেড়ে গেছে শিশু-কিশোরসহ সব বয়সী মানুষের আনাগোনা।

নীলসাগর বিনোদন কেন্দ্রটি জেলা সদরে ও থিম পার্কের অবস্থান সৈয়দপুর শহরে। পাতাকুঁড়ি পার্ক সৈয়দপুর-নীলফামারী বাইপাস সড়কে ও সৈয়দপুর-দিনাজপুর সড়কের কুন্দল এলাকায় অবস্থিত রংধনু পার্ক।

ঈদের আনন্দ আরও বাড়িয়ে নিতে এসব বিনোদন কেন্দ্রে সপরিবারে ভিড় করেছেন মানুষেরা। এছাড়া, তিস্তা ব্যারেজ এলাকাও দশনার্থীদের পদচারণায মুখর হয়ে উঠেছে। শুধু স্থানীয়রাই নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও লোকজন আসছেন এসব জায়গায়।

ঈদে দর্শনার্থীদের আকৃষ্ট করতে এসব বিনোদন কেন্দ্রে টাইটানিক দোলনা, নাগরদোলা, শিশুদের খেলনা, সুইমিংপুল, পশুপাখির ভাস্কর্য স্থাপন করা হয়েছে। এছাড়াও নতুন নতুন খেলনা ও শিশুদের জন্য রাইডগুলো সাজানো হয়েছে রঙ্গিন করে।

জানা যায়, অন্য সময় বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীর সংখ্যা থাকে ১৫ হাজারের কাছাকাছি। কিন্তু, ঈদ এলেই তা বেড়ে দাঁড়ায় অন্তত চারগুণ। এ পরিমাণ দর্শনার্থীর কথা মাথায় রেখে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

পুলিশ সুপার আশরাফ হোসেন বাংলানিউজকে বলেন, জেলা পুলিশ ও টুরিস্ট পুলিশ যৌথভাবে এসব কেন্দ্রে আগত দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করছে। এছাড়া, বিনোদন কেন্দ্রগুলোর নিজস্ব কর্মীরাও নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, আগস্ট ১২, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।