বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত দু'জন হলেন- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ইটনা উপজেলার সৈয়দা বানু (৬০) ও সায়েরা বানু (৬০)।
স্থানীয়দের বরাত দিয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজমিরুজ্জামান বাংলানিউজকে জানান, সন্ধ্যায় মাধবপুরের বুল্লা একটি যাত্রীবাহী নৌকা কিশোরগঞ্জের খড়মপুরে কেল্লা শাহ’র মাজারের উদ্দেশে যাচ্ছিলো। পথি মধ্যে দনকুড়া এলাকায় হাওরে নৌকাটি ডুবে যায়। পরে ওই দু'জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মরদেহ দু’টি তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০৩৩ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আরআইএস/