বুধবার (১৪ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
বারেক উপজেলার কয়া ইউনিয়নের মণ্ডলপাড়ার হোসেন মণ্ডলের ছেলে।
স্থানীয়রা জানান, বিকেলে অফিস থেকে মোটরসাইকেলে করে বাসায় ফিরছিলেন বারেক। পথে কালুমোড়ে এলে কুষ্টিয়া থেকে ছেড়ে আসা রিফাত সুপার ডিলাক্স নামে একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে কুমারখালী থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
কুষ্টিয়া ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন মাস্টার আলী সাজ্জাদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
আরবি/