‘ডেঙ্গুতে আতঙ্ক না হয়ে সচেতন হোন’ এই স্লোগানে বুধবার (১৪ আগস্ট) দুপুরে বরিশাল নগরের নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালে জেলা প্রশাসনের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।
এর আগে ডেঙ্গুবাহী এডিস মশার বিস্তাররোধে গণ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাস টার্মিনাল এলাকায় একটি র্যালি বের করা হয়।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাস উপস্থিত সাধারণ মানুষের মধ্যে ডেঙ্গু প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।
এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন- নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাইফুল ইসলাম, ফারজানা আক্তার, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গীর হোসেনসহ বাস শ্রমিক ও মালিক সমিতির নেতারা।
এর আগে একই কর্মসূচি পালন করা হয় নগরের রুপাতলী বাস টার্মিনাল এলাকায়।
বাংলাদেশ সময়: ২৩৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১৯
এমএস/আরএ