বুধবার (১৪ আগস্ট) সন্ধ্যায় বাঘাইছড়ি থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, গত ১১ই আগস্ট রাত পৌনে ১২টার দিকে বাঘাইছড়ি উপজেলার বাবুপাড়ায় অজ্ঞাত বন্দুকধারীর ব্রাস্ট ফায়ারে কেন্দ্রীয় যুব কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা ও উপজেলার যুব কমিটির সদস্য এনো চাকমা নিহত হন।
বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ মনঞ্জুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বড় ঋষী চাকমাসহ মামলার অন্যান্য আসামিরা পলাতক রয়েছেন। তাদের ধরতে পুলিশ অভিযান পরিচালনা করবে।
এর আগেও এম এন লারমা (সংস্কার) নেতা বসু চাকমাকেও একই ভাবে ব্রাস্ট ফায়ারে হত্যা করা হয়।
বাংলাদেশ সময়: ০৩২০ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
আরএ