বক্তব্য রাখছেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ
ঢাকা: ঢাকায় ভারতের ৭৩তম স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে। সকালে ঢাকার ভারতীয় হাইকমিশনে দিবসটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) সকালে ঢাকার বারিধারায় ভারতীয় হাইকমিশনের চ্যান্সেরি কমপ্লেক্সে ভারতের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিকতা শুরু হয়।
এসময় ভারতের জাতীয় পতাকা উত্তোলন করেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ।
পতাকা উত্তোলনের পরে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দের বার্তা পাঠ করেন তিনি। এরপর ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের শিশু-কিশোরদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
১৫ আগস্ট বাংলাদেশে জাতীয় শোক দিবস পালিত হয়। সে কারণে ঢাকার ভারতীয় হাইকমিশন প্রতিবছর সীমিত পরিসরে স্বাধীনতা দিবস উদযাপন করে।
বাংলাদেশ সময়: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
টিআর/এএ
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।