ঢাকা, সোমবার, ১০ ফাল্গুন ১৪৩১, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৪ শাবান ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে: মেয়র লিটন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে এনে বিচার করা হবে: মেয়র লিটন

রাজশাহী: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর বছরেই তার খুনিদের দেশে ফিরিয়ে এনে বিচার করা হবে’।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) জাতীয় শোকদিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা  জানান। দিবসটি উপলক্ষে রাজশাহী মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে।

মেয়র লিটন বলেন, ‘বঙ্গবন্ধুর খুনিরা বর্তমানে যুক্তরাজ্য ও কানাডার বিভিন্ন দেশে অবস্থান করছে। ওই দেশগুলো তাদের প্রচলিত আইনের কথা উল্লেখ করে  খুনিদের ফেরত দিচ্ছে না। তবে আমাদের দেশের সরকারের পক্ষ থেকে তাদের ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রয়েছে। তাদের ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে যুক্তরাজ্য ও কানাডায় ল’ ফার্ম নিয়োগ করা হয়েছে’। ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী বছরটি শুরু হবে। সে বছরের সূচনাতেই খুনিদের ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়া শেষ করা হবে।  

তিনি বলেন, বঙ্গবন্ধুর খুনিদের ফাঁসির রায় কার্যকরের মধ্যে দিয়ে জাতি কিছুটা হলেও কলঙ্কমুক্ত হতে পারবে।

এর আগে, সকাল সাড়ে ১০টায় দলীয় নেতাকর্মীদের নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মেয়র খায়রুজ্জামান লিটন। পরে নেতাকর্মীদের নিয়ে মহানগরের কুমারপাড়া দলীয় কার্যালয়ের সামনে থেকে শোক পদযাত্রা বের করা হয়। যা সাহেব বাজার জিরোপয়েন্টসহ নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এতে মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, বঙ্গবন্ধু সৈনিকলীগ, মহিলা আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, আগস্ট ১৫, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।